নিজস্ব প্রতিবেদক/
ফ্রান্সে মহানবী (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে লালপুরের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১শে অক্টোবর) আছরের নামাজের পর ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে মুসল্লীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন।
গোপালপুর কড়ইতলায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মো:নাইম উদ্দিন , মাওলানা মো: তোফাজ্জল হোসেন, হাফেজ মো: সাদ্দাম হোসেন প্রমূখ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মো: মুক্তার হোসাইন।
সমাবেশ শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন । সমাবেশে বক্তারা বলেন, যারা মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে তাদের শাস্তির দাবিসহ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।