আজকে না হয় আমি হেরে
জিতিয়ে দেবো তোমায়।
তোমার মনের আদালতে
প্রেমের মোকদ্দমায়!
অকপটে করবো স্বীকার
প্রেমের অপরাধ।
মনের জেলে বন্দী হয়েই
মিটুক প্রেমের সাধ!
দণ্ডবিধির প্রেমের ধারায়
হয় যদি হোক ফাঁসি।
বলবো হেসে অনায়াসে
তোমায় ভালোবাসি।
আজকে না হয় আমি হেরে
জিতিয়ে দেবো তোমায়।
তোমার মনের আদালতে
প্রেমের মোকদ্দমায়!
অকপটে করবো স্বীকার
প্রেমের অপরাধ।
মনের জেলে বন্দী হয়েই
মিটুক প্রেমের সাধ!
দণ্ডবিধির প্রেমের ধারায়
হয় যদি হোক ফাঁসি।
বলবো হেসে অনায়াসে
তোমায় ভালোবাসি।