তফিজ উদ্দিন এর কবিতা ”কে তুমি”

তুমি কি আয়ুব নবীর প্রেমময়ী রহিমা..?
না, তুমি ইউসুফ নবীর কেঁদে অন্ধ জুলেখা..?
না কি! পাগল মজনুর লাইলি কিংবা কৃষ্ণের রাধা..?
হয়তো এক চিত্রে জগত খ্যাত লিওনার্দোর মোনালিসা..?
হতে পারো কবি গুরুর পোষ্ট মাষ্টারের রতন..?
আরো পারো। রোমিওর জুলিয়েট কিংবা চন্ডিদাশের রজকীনি।
কবি নজরুলের প্রমিলা হবে? না কি হবে ফজিলা..?
দেব দাশের পার্বতী হইও নইলে মৃত্যুঞ্জয়ের বিলাসী ।
মাইকেলের হেনরিয়েটা তুমি নইলে তুমি দেবকি।
এছাড়াও হতে পারো জীবনানন্দের বনলতা সেন।
সম্রাট শাহজহানের মমতাজ তুমি..? না সেলিমের নুরজাহান..?
তুমি কি শ্রীকান্তের রাজলক্ষী..? না কার’ত্ত প্রেমের আলো। আছো ভালো..?