নিতাই চন্দ্র রায় এর ছড়া ‘বানের জলে’

(১)
তলিয়ে গেছে বানের জলে
শস্য ভরা মাঠ,
নৌকা এখন মোটর গাড়ি
নৌকা এখন হাট।
(২)
ধান গিয়েছে, পান গিয়েছে
আর কী আছে বাকি?
ঘরের চালে রাত্রি কাটায়
মানুষ যেন পাখি।
(৩)
বাঁধের ওপর দিন কাটে না
পলিথিনের ঘরে,
পাখির মতো চল্ ওড়ে যাই
সবুজ ঘাসের চরে।
(৪)
ক্ষুধার পেটে ঘুম আসে না
শূন্য চালের হাড়ি
পদ্মা নদী অজগর সাপ
খায় গিলে ঘরবাড়ি।
(ত্রিশাল, ১৮.৮.২০২০)