একুশের চেতনায় ঘুমন্ত বাঙালি

— সামসাদ ফেরদৌসী
চলি ফিরি নিজ দেশের মাঝে,
নিজ ভাষাতে কথা বলি
কোটি কোটি বাঙালির সাথে।
তবু আমি অপাংক্তেয় তোমাদের কাছে।
পারি না ঝটপটে বাংলিশ -ইংলিশে
পারি না হিন্দি, উর্দূতে,
মায়ের ভাষা ভুলে,
তোমাদের সাথে কথোপকথনে
মানানসই হতে।
তাই আড়ালে থাকি
সমাজ, সংসার থেকে।
কোকিলতো গান গায় তার নিজ ভাষাতে।
তবে কোকিল কি বেমানান বসন্তের সাথে?
আমি চাইনা তোমাদের মতন
পরাশক্তিদের চাপিয়ে দেওয়া
মানানসই তরিকায় মানানসই হতে।
চাইনা ওদের পেখম পরে ময়ূর হতে।
চাইনা একুশের চেতনায়
কোন ঘুমন্ত বাঙালি হতে।
চাই না নিজের অস্তিত্বকে বিপন্ন করে
একভাগ বাঙালি, একভাগ বিদেশিনী
আর একভাগ পরবাসী হতে।
ভাষাকেই যখন ভুলব মোরা
তবে কেন ভাষার জন্য
বাংগালীর ছিল মিছে মিছে
এত হা হা কার?
কেন রফিক, শফিক, বরকত, জব্বার
প্রাণ দিয়েছিলো ভাষার তরে?
কেন ফেব্রুয়ারির আগমনে
তোমাদের এত দামামা, এত আয়োজন?
নিজের ভাষায় কথা বলা যদি অপাংক্তেয় হয়
তবে কোকিলও বেমানান বসন্তের সাথে।
আমি কোকিল হতে চাই
আমি অপাংক্তেয় হতে চাই
আমি এ দেশের মাঠ, ঘাট, নদী, খাল
ভালোবেসে হাসতে চাই, কাঁদতে চাই
প্রাণ খুলে কথা বলতে চাই
একুশ এর চেতনায় নিজের রক্তের সাথে
মিলে মিশে একাকার হতে চাই।
তাতে আমি যদি অপাংক্তেয় হই;
হলাম না হয়।
তোমরা পরে থাকো তোমাদের বাংলিশ,
ইংলিশ,হিন্দি, উর্দু নিয়ে।
আমি বাংলা ভাষাই কথা বলতে চাই।
বারবার জন্ম নিতে চাই বাঙালি হয়েই।
মরতেও চাই বাঙালি হয়েই।