লালপুরে ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক/
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট ভয়াল বর্বরোচিত গ্রেনেড হামলা দিবসের আলোচনা! সেই সাথে লালপুরে ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে ২১.০৮.২০২১ তারিখে কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক মোঃ তাহাজ উদ্দিন, উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহীম খলিল এবং মোঃ ইন্তাজ আলী। সদস্য বীর মুক্তি যোদ্ধা মোঃ নাঈম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, অধ্যাক্ষ মোঃ আকরাম হোসেন, শীবেন মন্ডল, মোঃ মোজাম্মেল হক, মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।
সভার শুরুতেই সভাপতি জনাব তাহাজ উদ্দিনের প্রস্তাবে ১৫ই আগষ্ট জাতির জনক সহ পরিবারের অন্য সদস্যদের নির্মম প্রান নাশ এবং ২১শে আগষ্ট মাননীয় নেত্রী শেখ হাসিনার প্রাণ নাশের ভয়াল গ্রেনেড হামলায় শাহাদাৎ বরণ কারীদের উদ্দেশ্য শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় ইতিহাসের নৃশংসতম ঘৃণিত এই হত্যাকান্ড এবং গ্রেনেড হামলার তীব্র ঘৃনা প্রকাশ ও আলোচনা শেষে

শাহাদাৎ বরন কারি সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক প্রকাশ করা হয়। সকলের বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়।
অতঃপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় আলোচনায় সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে কভিড-১৯ বিপর্যয়ে লকডাউনের কারনে দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত পরিষদের সভায় সকল সদস্য স্বাস্থ্য বিধি মেনে যথাযথভাবে উপস্থিত হওয়ায় সভার সভাপতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।