চলে গেলেন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্টান তৈরির কারিগর

বজলুর রহমান/
আমি প্রধান শিক্ষক হতে চাইনি .তুমি তৈরি করেছিলে ।সে সময় আমি তোমাকে অনেক অনুরোধ করে বলেছিলাম স্যার আমি পারব না এত বড় দায়িত্ব পালন করতে। তুমি তোমার স্বভাব সুলভ ভঙ্গিতে বলেছিলে তুই ই ভাল হেডমাষ্টার হবি একদিন । শুধু আমাকে নয় (১৯৯৪ সালে ) অনেক কে তুমি এভাবে হেড মাষ্টার তৈরি করে প্রতিষ্ঠান গড়েছ .ছাত্র ছাত্রী কম ভবন নেই কঠিন সাহস নিয়ে তুমি বলতে আজকে নেই এক সময় হয়ে যাবে সব।লেগে থাকো । তোমার সব কথা সত্য হয়েছে আজ।আমাদের শিক্ষক পরিবারের কাছে প্রত্যেক পরতে পরতে তোমার অবদান বলে শেষ করতে পারবো না।তোমায় ডিক্সনারিতে হয়না বলে কোন শব্দ ছিল না.কঠিন আসা বাদী মানুষ ছিলে তুমি । স্বীয় প্রচষ্টায় জোতরাঘোপ গ্রাম কে তুমি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলেছ।কি নেই সেখানে ?জোতরাঘোপ বললেই মনে হয় মহিবুর স্যারের জোতরাঘোপ ।আজকের সকালটা তোমার মৃত্যু সংবাদে বিষাদে নীল হয়ে গেল ।
তুমি আমার /আমাদের শিক্ষক পরিবারের অন্তরে অনেক খানি জায়গা করে নিয়ে আছ /থাকবে।মহান বিচারদিনের মালিক পরাপারেও তোমাকে যেন এমন মর্যাদা আর সম্মানে ভুষিত করেন। বিচার শেষে আল্লাহ যেন বেহেস্ত নসিব করেন। আমিন