লালপুর হাসপাতালে অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক/
লালপুরের করোনা রুগীদের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারয়িার আলম নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন পাঠিয়েছেন। অক্সজিন কন্সন্ট্রেটর মেশিনগুলো মঙ্গলবার (৬ জুলাই ২০২১) লালপুর হাসাপাতালে হস্তান্তর করা হয় ।
অক্সজিন কন্সন্ট্রেটর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তুজা লিলি প্রমুখ । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন অক্সিজেন কন্সেন্ট্রেটর গুলো গ্রহণ করেন।
জানাগেছে, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা, লালপুর, বাগাতিপাড়া, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৪ টি করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রুগীদের জন্য মোট ৪০ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করেন প্রতিমন্ত্রী।
এর মধ্যে ২৫ টি প্রতিমন্ত্রীর নিজস্ব মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগীতায় এবং ১৫ টি তার বন্ধু নাজিম উদ্দিনের জনকল্যাণমুখী পান্ডুগড়-হাসিনা ফাউন্ডেশনের সহযোগীতায় সংগ্রহ করা হয়।