করোনা প্রশ্নে লালপুরে কঠোর হচ্ছে প্রশাসন

লালপুরে করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত ও বিধি নিষেধ পালনে কঠোর হচ্ছে প্রশাসন। এখন থেকে যে কোন প্রকার জমায়েত বন্ধ ও মাস্ক ছাড়া চলাচল নিশ্চিত করতে মাঠ থাকবে পুলিশ প্রশাসন। সাথে জনপ্রতিনিধিরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সভাপতিত্বে এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, সভায় লালপুর থানার ওসি ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আহমেদ রিজভী, পদ্মাপ্রবাহ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, চংধুপইল ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল, লালপুর বার্তা সম্পাদক এমএ রায়হান, সাংবাদিক ইউসুফ হোসাইন প্রমুখ।