ফলো আপ: লালপুরের বিলশলীয়া বিলে খননকৃত পুকুরের অংশ বিশেষ ভরাট করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক/
অবশেষে কৃষকদের দাবীর মুখে নাটোরের লালপুর উপজেলার বিলশলীয়া বিলের পানিপ্রবাহের মুখ বন্ধ করে খননকৃত পুকুরের অংশ বিশেষ ভরাট করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার নিজে উপস্থিত থেকে গোপালপুর পৌর এলাকার নাঈম উদ্দিন এর খননকৃত পুকুরের যে অংশে সরকারী খাস জমি রয়েছে সে অংশ এস্কেবেটর ( ভেকু) দিয়ে ভরাট এর কাজ শুরু করেন। এর আগে বিলশলীয়া বিলের পানি নিষ্কাষনের প্রবাহ পথের ওই পুকুর ভরাটের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করে স্থানীয় কৃষকরা। বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম সরেজমিনে বিলশলীয়া বিলের ওই পুকুর পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসারকে পুকুরের খাস জমির অংশ ভরাট করে বিলের পানি প্রবাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেন।
এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার বলেন, পুকুরের যে অংশে সরকারী খাস জমি রয়েছে সে অংশ টুকু ভরাট করে দেয়া হচ্ছে।