মরণেও আলাদা করতে পারেনি ওদের

পদ্মাপ্রবাহ ডেস্ক/
প্রতিদিনের মতই ডাস্টবিনে খাবরের সন্ধানে এসেছিলো নিশাচর শিয়াল গুলো। কিন্তু সন্ধারাতে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়েছিল ডাস্টবিন সংলগ্ন ল্যাম্প পোস্ট ও তার আশে পাশের ভেজা মাটি। শেয়ালগুলো সেখানে যাওয়া মাত্রই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু যন্ত্রনায় পতিত হয়। ঘটনাস্থলেই মারা যায় তিনটি শেয়াল। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে দু’টি শেয়াল একে অপরের ঠোঁট শক্ত করে কামড়ে ধরে ছিলো। এ যেন মরণকালেও বনের পশুদের অকৃতিম ভালবাসার বহি:প্রকাশ। ঘটনাটি ঘটে ২১ এপ্রিল রাতে নাটোরের লালপুর উপজেলা গোপালপুর পৌর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কলোনিতে। ছবিটি ক্যামেরা বন্দি করেছেন হাবিবুর রহমান।