গোপালপুর পৌরবাসী আমার প্রাণের স্পন্দন : লিলি

দলীয় মনোনয়ন পাওয়ার পর পৌরবাসী ও দলীও নেতা কর্মীদের যা বললেন লিলি

নিজস্ব প্রতিবেদক/

আমার প্রিয় পৌরবাসী,আমার দলের নেতা,আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম।
গোপালপুর পৌরবাসী আমার প্রাণের স্পন্দন।বিগত দিনে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি, সেই আস্থার মূল্য রেখে মন-প্রাণ দিয়ে গোপালপুর পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সারা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার ছোঁয়া যেন গোপালপুর পৌরসভাতেও লাগে সেই পরিকল্পনা নিয়েই কাজ করব সবাই মিলে।
২২ বছরে অবহেলিত পৌরসভাকে উন্নয়ন এর আওতায় আনতে চাইলে জননেত্রী শেখ নৌকা মার্কায় আগামী ১৬/০১/২০২১ তারিখে ভোট দিবেন। উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে থাকবেন। সকল বিভেদ ভুলে, হাতে হাত রেখে আমরা একসাথে চলব। বিগত দিনের সব ভুলে আমাদের পৌর সভাকে উন্নয়ন এর আওতায় আনতে হবে।
রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। সুষ্ঠু নিরপেক্ষ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ১২ জনের মধ্যে একজন কে বেছে নিয়েছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা।
দয়া করে শেখ হাসিনার সঙ্গে বেইমানি কেউ করবেন না। এইবারে আমরা শেখ হাসিনা কে আমাদের এই পৌরসভা তার মনোনীত পার্থী কে জয়যুক্ত করে উপহার দিব এই অঙ্গীকার করি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
স্বপ্নের গোপালপুর পৌরসভা
আমরাই গড়বো সকলে মিলে।