কবি শাহীনা খাতুনের কবিতা ‘উদাসীন’

গয়নার লোভ না থাকলেও
শাড়ি লোভী বরাবর
অনলাইনে শীতের চাদর
চিরদিনই চমৎকার।
আয়না দুটি ভেঙে গেছে
খোপা হয়না চুলে আর
লিপস্টিকের মন ভেঙেছে
ঠোঁটে উঠতে চায়না আর।
তবুওতো রোজ সকালে
ফেইস পাউডার খোঁজ করি
ধুলোয় মাখা চুড়ির আলনায়
মনটা ভেঙে ভাগ করি।
নিজেরেই প্রশ্ন করি
কী হয়েছে তোর আজকাল?
নিরুত্তর নিরুত্তাপ উদাসীন
তার যায় বিকাল।
১৭/১১/২০২০