১৬ আগস্ট থেকে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক/

আগামী ১৬ আগস্ট (রোববার) থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হ‌বে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। গতকাল রবিবার রাজধানীর রেলভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলের মহাপরিচালক শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম।

শরিফ আলম জানান, ১৬ আগস্ট থেকে চালু হচ্ছে ১৩টি আন্তঃনগর ট্রেন। পর্যায়ক্রমে চালু হবে সব। সব টিকিট বিক্রি করা হবে অনলাইনে। এক সিট ফাঁকা রেখে যাত্রী বসার নির্দেশ দেয়া হয়েছে। তবে বন্ধ থাকবে মেইল কমিউটার ও লোকাল ট্রেন।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ সন্ধ্যায় বন্ধ করে দেয়া হয় ট্রেন চলাচল। এ সময় নামমাত্র কিছু মালবাহী ট্রেন চলাচল করে। গত ৩১ মে আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। গত ৩ জুন আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়।

তবে কিছুদিন পর যাত্রীর অভাবে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। এখন মোট ১৭ জোড়া অর্থাৎ ৩৪টি ট্রেন চলাচল করছে।