নিজস্ব প্রতিবেদক/
জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন পালন ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিসভা করেছে লালপুর উপজেলা আওয়ামী লীগ । লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলীর বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলি, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল প্রমুখ। 
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।