নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামীলীগের সময় অনুষ্ঠিত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদীয় নির্বাচন দেশবাসী মানে না। দেশের মাটিতে নির্বাচনের নামে তামাসা করা হয়েছে। অতএব যারা এমপি পরিচয় দেয়, তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নয়। দেশের মানুষ তাদেরকে এমপি হিসেবে, মন্ত্রী হিসেবে,শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে রাজি নয়। প্রয়োজন হলে পার্লামেন্টে বিল পাশ করিয়ে তারা যে ক্ষমতায় ছিল, সে ক্ষমতাকে আমরা অবৈধ ঘোষণা করবো।
দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমান এখন জাতীয় ঐক্যের প্রতীক। রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন। বাংলাদেশের জনগণ ঐক্য এবং সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দেখেছে এক নতুন বাংলাদেশ। একজন নেতার প্রত্যাবর্তন বদলে দিয়েছে পুরো দেশকে।
তিনি সোমবার দুপুরে বিএনপির ভারপাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল আলম রনির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা লিয়াকত আলী আলম ও জামালউদ্দিন আলী বক্তব্য রাখেন।
মো. আলমগীর কবিরাজ