নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কে.এম জিল্লুর রহমান জিন্না (৪০) হার্ট স্টোকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…… রাজিউন)। রোববার দিবাগত রাত ১টার দিকে মহিষভাঙ্গা গ্রামে তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ইউপি চেয়ারম্যান প্রয়াত ডাঃ আয়নুল হকের পুত্র এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায় তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেল তিনটার দিকে মহিষভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ শেষে সোমবার নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, নাটোর ৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর)সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, আব্দুস সালাম মোল্লা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা সহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মো. আলমগীর কবিরাজ