নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায় এ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরেরর উদ্যোগে শনিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের ও মো. বয়েত রেজা, সাংবাদিক আলহাজ মো. সাইফুর রহমান ও মো. অহিদুল হক, সমাজসেবা বিভাগের সুবিধাভোগী সদস্য জয়নাল আবেদিন ও হালিমা খাতুন প্রমুখ। সেখানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সুবিধাভোগী সদস্য ও এলাকার সুধীজনেরা। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও কল্যানমুলক ধারণা প্রচার এবং সচেতনা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়।
মো. আলমগীর কবিরাজ