বনপাড়া ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান

নিজস্ব প্রতিবেদক
বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া পৌর শহরের বনপাড়া ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। বুধবার স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মমিনের সভাপতিত্বে ও শিক্ষিকা উম্মে হাবিবা খাতুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম। সেখানে বিশেষ অতিথি ছিলেন বনপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম, সাবেক কৃষি কর্মকর্তা মো. শহীদ উল্লাহ গাজী, স্কুলের পরিচালক জিয়াউর রহমান জুয়েল ও সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনেরা।
অনুষ্ঠানে কুতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শ্রেণিতে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির জন্য শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি, সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক হাফেজ মো. হাবিবুর রহমান।
আলহাজ মোঃ সাইফুর রহমান (গ.ঝপ, ই.ঊফ), মোবা. ০১৭১৬-৮৪৪৫৩৫