বড়াইগ্রামে তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষ্যে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বনপাড়া-পাবনা মহাসড়কের কয়েন বাজারে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে, বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক মিজানুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন খলিফা,যুগ্ম আহব্বয়ক শাওন আহম্মেদ কাওসার,বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদুল হাসান মেমন,বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক নয়ন প্রমুখ।
মো:আলমগীর কবিরাজ