বড়াইগ্রামে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে মহান বিজয় দিবসে মঙ্গলবার উপজেলা প্রশাসন, জামায়াতে ইসলাম, বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠান পৃথক-পৃথক কর্মসূচী গ্রহণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ ও ল্যাবরেটরী স্কুলের পিঠা উৎসব ছিল অন্যতম।
মুক্তিযোদ্ধা কমপ্লেকস ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়েরের সঞ্চালনায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্ত সজীব আল মারুফ, নাটোর ৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এম.পি পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা বয়াত রেজা প্রমুখ।

মো. আলমগীর কবিরাজ