নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সোহাগ হোসেন (২২) মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক তার বন্ধু আকাশ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো সোহাগের বন্ধু উপজেলার চক বড়াইগ্রামের ইসমাইল হোসেনের ছেলে আকাশ, তার মা ও বোন।
তাদেরকে রোববার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত সোহাগ একই গ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিখোঁজের তিনদিন পর সোহাগের মুখমন্ডল থেতলানো ও ডান চোখ উপড়ানো লাশ পাওয়া যায় উপজেলার আগ্রান ফিলিং স্টেশনের পাশের ঝোপে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে আকাশ নামে এক প্রতিবেশী ট্রলি থেকে বালু নামানোর কাজের কথা বলে সোহাগকে ডেকে নিয়ে যায়। কিন্তু তিনি বাড়িতে ফিরে না আসায় শুক্রবার সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পর থেকে খোঁজা-খুজির এক পর্যায়ে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে লাশটি আগ্রান গ্রামের ঝোপের মধ্য থেকে উদ্ধার করে পুলিশ। পর থেকে হত্যাকান্ডে জড়িত ঘাতকদের খোঁজে নামে পুলিশ।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে আসামিদের আটক করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে সোহাগ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তার বন্ধু আকাশ।
মো. আলমগীর কবিরাজ