বড়াইগ্রামে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণী কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে হাইব্রিড ও উফশি জাতের ধানের বীজ ও সার বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফের সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর,বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্ত মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ।
এবারের কর্মসূচিতে মোট ৯৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে। তারমধ্যে ৭০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশি জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়া ২৫০ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান হচ্ছে।

মো. আলমগীর কবিরাজ