বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দিবসটিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, উপজেলা কৃষিবিদ সজীব আল মারুফ এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম সারওয়ার হোসেন। এছাড়া সেখানে বক্তব্য রাখেন সফল খামারি মমতা খাতুন ও এমরান হোসেন। উদ্বোধনী দিনে ২০ টি স্টল স্থাপন করা হয়। ষ্টলগুলোতে দেশী, বিদেশী ও উন্নতজাতের হাঁস-মুরগী, পাখী,কবুতর, গরু-মহিষ, ছাগল, ঘোড়া প্রদর্শীত হয়। প্রাণীগুলো দেখার জন্য প্রদর্শনী মেলায় ভিড় জমায় উৎসুক জনতা।

মো. আলমগীর কবিরাজ