বড়াইগ্রামে ট্রাফিক সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক ॥ ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ নভেম্বর ২৫ইং সোমবার বিকেলে বনপাড়া পৌরশহরে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বড়াইগ্রাম সার্কেলের এএসপি শোভন চন্দ্র হোড়ের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। এছাড়া যানজট ও দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সচেতনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বনপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মোছা. হাফসা শারমিন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ ামো. গোলাম সারওয়ার হোসেন প্রমুখ। র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বাস, ট্রাক, রিক্সা চালক ও সুধীজনেরা।
মো. আলমগীর কবিরাজ