নাটোর সুগার মিলস্ লি: আখ মাড়াই শুরু

মো. আলমগীর কবিরাজ,নিজস্ব প্রতিবেদক ॥ এক লক্ষ দশ হাজার মে.টন আখ মাড়াই করে ৬ হাজার ৯শত ৩০ মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর সদর উপজেলার নাটোর সুগার মিলস্ লি. ২০২৫-২০২৬ আখ মাড়াই(৪২তম) মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। চিনি আহরনের হার শতকরা ৬.৩০ ধরা হয়েছে ।
শুক্রবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মিলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আজহারুল ইসলাম পরিচালক (বাণিজ্যিক-অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, শিল্প মন্ত্রণালয়। সঞ্চালনায় মো.নজরুল ইসলাম ডিজিএম(সিপি),সভাপতিত্ব করেন নাটোর সুগার মিলস্রে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: আখলাছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচলিক ফরিদ হোসেন ভুঁইয়া, নাটোর জেলা প্রশাসকের প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার রাজস্ব মো. তাহমিদুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সিবিএ সভাপতি আলহাজ মো.মোসলেম উদ্দিন, সাধারন সম্পাদক শামিরুল রহমান প্রমুখ।