নিজস্ব প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পল্লী বিদ্যুতের মূল তার ছিঁড়ে বসত ঘরের উপর পড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুর কাচারী পাড়ায় মজিবুর রহমানের ছেলে কৃষক শফিক রহমানের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে উপজেলার ভবানিপুর গ্রামের শফিক রহমানের টিনশেড ঘরের উপর পড়ে। সঙ্গে সঙ্গে প্রচন্ড শব্দে হয় এবং তারের স্পার্কিং থেকে আগুনের সৃষ্টি হয় ও আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই পুরো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকান্ডে ঘরের চালা, বিছানা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্যান, পোশাক, রান্নার সরঞ্জামসহ সকল গৃহস্থালি দ্রব্য-সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি একেবারেই অসহায় হয়ে পড়েছে। এবিষয়ে বৈদ্যুতিক তার সঠিকভাবে সংযুক্তকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। নাটোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. শাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মো: আলমগীর কবিরাজ