নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

আবরার নুর ফাহিম, নিজস্ব প্রতিবেদক ॥ ২ লক্ষ মে.টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। চিনি আহরনের হার ধরা হয়েছে শতকরা ৬.৫০।
শুক্রবার বিকেলে আলাচনা সভা ও দোয়া মাহফিল শেষে মিলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রনালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনডিসি, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নুরুজ্জামান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, সিবিএ সভাপতি আশরাফুজ্জামান, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, আখচাষী আব্দুস সালাম প্রমুখ।