নিজস্ব প্রতিবেদক
নাটোরের -৪ সংসদীয় আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ আজিজুর রহমানকে এক উঠান বৈঠকে সংবর্ধনা দেয়া হয়। বড়াইগ্রাম উপজেলার দ্বারীখৈর সাহেব বাজারে আলহাজ¦ মোবারক হোসেনের সভাপতিত্বে বুধবার বিকেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি থেকে উক্ত আসনে মেনোনীত করে তার নাম ঘোষণা পর তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। নগর ইউনিয়ন যুবদলের সেক্রেটারী শাহীন হোসেনের সঞ্চালনায় ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ আজিজুর রহমান, ধানাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, আব্দুলপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম রবি বাঙ্গালী, নগর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, চান্দাই ইউনিয়ন বিএনপির সেক্রেটারী হাবিবুর রহমান, থানা যুবদলের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
মো.আলমগীর কবিরাজ