নিজস্ব প্রতিবেদক // নাটোরের বড়াইগ্রাম উপজেলার নিতাইনগর শুকজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসেতকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আবুল বাসেত উপজেলার থানাইখাড়া গ্রামের এরশাদ আলীর পুত্র ও ৩০ অক্টোবর বৃহষ্পতিবার ছিল তার শেষ কর্মদিবস।
বৃহষ্পতিবার স্কুল মাঠে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তামান্না আলমের সভাপতিত্বে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হেলাল উদ্দিন। বিদায়ী শিক্ষক আবুল বাসেতের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো. সারোয়ার হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী খানম, ডাঃ জাহিদুল ইসলাম, আমেরিকা প্রবাসী মোজাফ্ফর হোসেন, ব্যাংক ম্যানেজার জয়নাল আবেদিন, স্যানেটারী ইন্সপেক্টর আবু সাঈদ, প্রধান শিক্ষক আজাহার আলী, রবিউল ইসলাম, আ. আওয়াল, নজরুল ইসলাম, আব্দুল করিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলফুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে এলাকার সুধীবর্গ ও প্রক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।মো. আলমগীর কবিরাজ