বড়াইগ্রামে বন্দুকের সাড়ে ১৩ টন গুলির খোসা জব্দ

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসার সন্ধান পায় থানা পুলিশ। গোপনসুত্রে খবর পেয়ে শনিবার দুপুর ২ টায় আহমেদপুর বাজারে অবস্থিত শিহাব এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে তল্লাসি চালিয়ে গুলির খোসার সন্ধান পান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন। প্রতিষ্ঠানের মালিক শিহাব উদ্দিন বাশার (২৭) উপজেলার অহমেদপুর বাজারের আকবর আলীর পুত্র।
প্রতিষ্ঠানের মালিক জানান, তিনি বৈধভাবেই সরকারি নিলামের মাধ্যমে এসব গুলির খোসা ক্রয় করেছেন এবং সংশ্লিষ্ট কাগজপত্রাদি রয়েছে। প্রথম গাজিপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে সরকারি নিলামের মাধ্যমেই গুলির খোসাগুলো ক্রয় করে গাজিপুরের আওতাধীন রাজেন্দ্রপুরের মেসার্স মা-বাবা কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ। সেখান থেকে ৪০/টাকা কেজি দরে এ খোসাগুলো কেনা হয়। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত-শত দর্শক সেখানে ভিড় জমায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি যাচাই করার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন। খবর পেয়ে শনিবার বিকেলে নাটোরের সেনা ক্যাম্প কমান্ডার ও নাটোরের পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, “কাগজপত্র প্রাথমিক যাচাই করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি বৈধভাবে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খোসাগুলো ক্রয় করেছে। তবে থানায় একটি জিডি করা হবে। খোসাগুলো আপাততঃ প্রতিষ্ঠানের মালিক শিহাব উদ্দিনের হেফাজতে রাখা হচ্ছে।”