বড়াইগ্রামে এইসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ শীর্ষে

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জেনারেল শাখায় বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ এইস.এস.সি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফলে শীর্ষে রয়েছে। উক্ত পরীক্ষায় ২৩ টি কলেজের ৩ হাজার ৭০ পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন এ+ পেয়েছে। তারমধ্যে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের ৫৩২ পরীক্ষার্থীর মধ্যে ৪৪২ জন পাশ করে এবং ৪৩ জন এ+ পায়। অপরদিকে কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজে ২১ পরীক্ষার্থীর মধ্যে ১ জন এবং চান্দাই কলেজের ১১ জনের মধ্যে ১ জন পাশ করে।
সংশ্লিষ্ট দপ্তর সুত্রে আরও জানা যায়, জোনাইল ডিগ্রি কলেজে ৩১৯ পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন পাশ করে এবং ৯ জন এ+ পেয়েছে। পাশের হার ৪৭ দশমিক ৯৬। বনপাড়া সরকারী মহিলা কলেজে ৪৪৮ জনের মধ্যে ২৬৫ জন পাশ করে এবং ৫ জন এ+ পায়। পাশের হার ৫৯ দশমিক ১৫। বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজে ৩৬১ পরীক্ষার্থীর মধ্যে ১৮২ জন পাশ করে এবং ৫ জন এ+ পেয়েছে। পাশের হার ৫০ দশমিক ৪২। রাজাপুর ডিগ্রি কলেজে ২৬৭ জনের মধ্যে ৯৯ জন পাশ করে এবং ৩ জন এ+ পায়। মৌখাড়া ইসলামিয়া ডিগ্রি কলেজের ৬৮ জনের মধ্যে ৪৮ জন পাশ করে এবং ২ জন এ+ পেয়েছে।
বি.এম শাখায় আহমেদপুর ডিগ্রি কলেজে ১০৫ জনের মধ্যে ৫০ জন পাশ করে এবং ৩ জন এ+ পেয়েছে। মৌখাড়া ইসলামিয়া ডিগ্রি কলেজের ২৯ জনের মধ্যে ২৫ জন পাশ করে এবং ২ জন এ+ পেয়েছে। বড়াইগ্রাম মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ২৩ জনের মধ্যে ১৪ জন পাশ করে এবং ২ জন এ+ পেয়েছে। হাজী ফয়ের উদ্দিন কারিগরি স্কুল এন্ড কলেজের ৩১ জনের মধ্যে ১৩ জন পাশ করে এবং ১ জন এ+ পেয়েছে।
আলিম শাখায় ধানাইদহ ফাজিল মাদ্রাসায় ১৭ জনের মধ্যে ১০ জন পাশ করে এবং ২ জন এ+ পেয়েছে। তবে ১৫ কলেজে এ+ পায়নি।
বড়াইগ্রাম মহিলা কলেজের ৭ জন পরীক্ষার্র্থীর মধ্যে সবাই অনুপস্থিত ছিল। কলেজটির অধ্যক্ষ মাহাবুবুল হক বাচ্চু জানান, পরীক্ষার্র্থীদের বিয়ে হওয়ার কারণে তারা অনুপস্থিত ছিল।
বড়াইগ্রাম প্রতিনিধি

মো. আলমগীর কবিরাজ