নিজেস্ব প্রতিবেদক
বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরে বেওয়ারিশ এক দল কুকুরের আক্রমনে শুকজান খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। তিনি পৌরশহরের উপজেলা গেট সংলগ্ন মৃধাপাড়া মহল্লার মৃত খেদ আলীর স্ত্রী। গত মঙ্গলবার তার নিজ বাড়িতেই এ আক্রমনের শিকার হন তিনি। তাকে কুকুরের কবল থেকে উদ্ধারের পর দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুকজান খাতুন নিজ বাড়ির উঠানে সাংসারিক কাজে ব্যসÍ ছিলেন। ওই সময় ২/৩ টি ক্ষিপ্ত কুকুর এসে তার হাত-পায়ে কামড়িয়ে মাংস ছিঁড়ে নেয় এবং হাতের হাড় ভেঙ্গে ফেলে। তখন তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, কুকুর-কামড়ের প্রতিষেধক রেবিস ভেকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাততঃ নাই। তবে কর্তৃপক্ষ বরাবরে চাহিদা দেওয়া হয়েছে। বড়াইগ্রাম উপজেলা ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বেওয়ারিশ কুকুর নিধন/প্রতিবন্ধীকরণের বিষয়টি মাসিক সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে কার্যক্রম দ্রুত শুরু হবে।
বড়াইগ্রাম প্রতিনিধি,
মো: আলমগীর কবিরাজ