নিজেস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুরবাবু’র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে বনপাড়া পৌরশহরের বাসস্ট্যান্ডে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালের ৮ অক্টোবরে বেলা ১১ টায় তাকে কুপিয়ে ও লাঠিপেটা করে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। সানাউল্লাহ নুরবাবু বনপাড়া পৌরশহরের ৩ নং ওয়ার্ডের মরহুম ডাঃ সাবের হোসেনের পুত্র ও বনপাড়া পৌর বিএনপি’র সভাপতি ছিলেন।
সানাউল্লাহ নুরবাবু’র সহধর্মিনী বিএনপি নেত্রী মহুয়া নূর কচির সভাপতিত্বে ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান বেলালের সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল কাদের মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, ঈশ্বরদীর বিএনপি নেতা শরীফুল ইসলাম তুহিন, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুণ অর রশীদ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা প্রমুখ। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম সহ ৫ সহ¯্রাধিক নেতা-কর্মী।
প্রধান অতিথি ফারজানা শারমিন পুতুল বলেন, সানাউল্লাহ নুরবাবু’র হত্যাকারীদের অবশ্যই বিচার হবে। যেখানে এ হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ্য হয়ে আছে, সেখান থেকেই বিচার প্রক্রিয়া চালু করা হবে। অন্যান্য বক্তাগণ এ হত্যাকান্ডের দ্রুত বিচার দাবী করেন এবং ১৪/১৫ টি বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বড়াইগ্রাম প্রতিনিধি,
মো: আলমগীর কবিরাজ