শ্রীরামগাড়ী-ঈশ্বরদী সড়কের ২০টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক :: নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ী রেলগেট-ঈশ্বরদী সড়কের ঈশ্বরদী বেনারসী পল্লীর অদুরে বি-টেন টোবাকো কোম্পানীর উত্তর দিকে সড়কের দুই পাশের অন্তত: ২০টি মেহগনী গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ২৮ সেপ্টেম্বর থেকে ৫/৬ দিন ধরে গাছ গুলো কাটা হলেও বাধা দেওয়ার সাহস পায়নি কেউ।
স্থানীয়রা জানান, আমরা সড়কের ধারের গাছ কাটার বিষয়টি নানা ভাবে প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি। কিন্তু তাতে সফল হতে পারিনি। গাছগুলো লালপুর ও ঈশ্বরদী সীমান্ত এলাকায় হওয়ায় দুই উপজেলা প্রশাসনেরই নজরদারীর বাইরে ছিল। দুর্বৃত্তরা দিনভর গাছ কেটে সন্ধায় লালপুর উপজেলার আবেদ মোড় ও এরশাদ মেড়ের ‘স’ মিলে নিয়ে চিড়ে অন্যত্র নিয়ে যায়। তারা জানান, সড়কের ধারের অন্তত: ২০টি মেহগনী গাছ কেটে নেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা হবে। স্থানীয়দের দাবি সড়কের ওই অংশ লালপুর উপজেলার ডহরশৈলা মৌজার মধ্যে পড়েছে। পাশে পাবনার ঈশ্বরদী উপজেলার মোকারমপুর মৌজা।
সোমবার ওই সড়কে গিয়ে দেখা যায়, গাছ কাটার চিহ্ন গুলোও মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দু’একটি স্থানে কেটে নেওয়া গাছের শেঁকড় দেখা যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম জানান, সড়কের ধারের গাছ কাটার ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি।
এব্যাপারে দুয়ারিয়া ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সড়কের পাশের গাছ কেটে নেওয়া ওই অংশ পার্শ্ববর্তি ঈশ্বরদী উপজেলা এলাকার মধ্যে পড়েছে।