তাহমিনা চৌধুরী
শরতের মন খোলা আকাশে
বয়ে মৃদু মৃদু সমীরণ।
এদিকে সেদিকে, সুর আর সুর,
শুভ্রতার কাব্যিক কথনে
ছন্দময় চাওনি; যায় যে কতোদূর।
সবুজের সমারোহে আশ্বিনের মেঘ মালা
গাঙচিল ডানা মেলে উড়ে,
দোলনচাঁপার স্পন্দনে বৈপরীত্য প্রাণ
সৌন্দর্যে চকিতে হৃদয় জুড়ে।
সজীবতার মাঝে সুশীলতার পরশ
প্রনয় জাগে অল্প অল্প,
বৈচিত্র্যের অহংকারে – সীমানা ছড়ায়
শোক-সারির টানাটানা গল্প।
কথায় – কথায় ভীড় জমে পালাবার
অবকাশ নেই,
কারুকাজের বাহারে, সমৃদ্ধ সময়,
মুগ্ধতায়; জায়গা করলে সেই।
নীলাদ্রির তরঙ্গে ভেসে,হে বন্ধু
হেরেছি তাহার রথে,
“শরতের কোমলতায়” মন চলে যায়
শেফালী বিছানো পথে।