বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • নিজস্ব প্রতিবেদক
    নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের অডিটরিয়ামে, রোববার উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিক মোঃ আলফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোনালী খাতুন,অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, আখমল হোসেন, প্রধান শিক্ষক আজাহার আলী, সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান, মাধ্যমিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক রফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শারমিন সুলতানা ও আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উক্ত তিন জন শ্রেষ্ঠ শিক্ষককে সন্মাননা পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন মাধ্যমিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক রফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শারমিন সুলতানা ও আরিফুল ইসলাম।
    বড়াইগ্রাম প্রতিনিধি,
    মো. আলমগীর কবিরাজ,