বড়াইগ্রামে বাসের ধাক্কায় নিহত ৩  আহত ৩

নিজেস্ব প্রতিনিধি
নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি মোড় এলাকায় সোমবার দুপুর আড়াইটার দিকে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক সহ তিন যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আনসার আলী(৬০),লালপুর উপজেলার ধলা গ্রামের মৃত ইয়াদ আলী সরকারের ছেলে অটোরিকশার চালক মুনসুর আলী (৬২) ও মোঃ নওফেল উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র নয়ন হোসেন (১৯)।
আহতরা হলেন- দুর্ঘটনায় নিহত আনসার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) এবং  দুই ছেলে মোঃ রানা (৩০) ও  মোঃ রাসেল (৩০)। তারমধ্যে মনোয়ারা খাতুন ও  ছেলে রানাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়াগামী কল্পনা পরিবহন নামক যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৪৫১৪) মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া একটি অটোরিকশা অসাবধানতাবশতঃ টার্ন নিতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং তিনজন আহত হন।
বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোরশেদ আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 বড়াইগ্রাম, প্রতিনিধি
মো. আলমগীর কবিরাজ