বড়াইগ্রামে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বৃহস্পতিবার সন্ধায় উৎসবমূখর পরিবেশে ৪৭টা মন্দিরে প্রতিমা
বিসর্জন করা হয়েছে। বিসর্জন কালে শিশু-কিশোর, যুবক-যুবতী, বয়ো-বৃদ্ধ, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ
নির্বিশেষে সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বিঘেœ পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের
নজরদারী ছিল সন্তোষজনক। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস শুরু থেকেই
মন্ডপগুলি নজরদারী করে আসছিলেন। আটঘরিয়াতে শান্তিপূর্ণ বিসর্জনকালে তিনি সেখানে উপস্থিত
ছিলেন এছাড়া ধীরেন্দ্রনাথ সাহা, গোপালকুমার দাস, গণেশচন্দ্র মন্ডল, দিয়ারপাড়ায় ছিলেন সহকারী
কমিশনার ভ‚মি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম লুৎফর রহমান, সাবেক
ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, সাবেক শিক্ষক সেন্ট যোসেফ্ উচ্চ বিদ্যালয় শিবদাস স্যানাল প্রমূখ।
বড়াইগ্রাম,প্রতিনিধি
মো. আলমগীর কবিরাজ