বড়াইগ্রামে ডিসির পূজা মন্ডপ পরিদর্শন

নিজেস্ব প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫টা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন ও তাঁর সহকর্মীবৃন্দ। মঙ্গলবার রাতে বনপাড়া পৌরসভার কালিকাপুর, বনপাড়া ও দিয়ারপাড়ার এই মন্ডপ গুলি পরিদর্শন করেন। পরে দিয়ারপাড়া, পালপাড়া ব্রহ্ম মন্দিরে শিবদাস মাস্টারের সঞ্চালনায় ও গোপাল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জেলা প্রশাসক আসমা শাহীন হিন্দু সম্প্রদায়কে দূর্গাপূজা উদযাপনে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল হায়াত ও আসমা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান, সহকারীকমিশনার শ্রী সোহাগ বাবু। সেখানে উপ¯ি’ত ছিলেন বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভ‚মি মোঃ জুবায়ের জাহাঙ্গীর, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল প্রমূখ। পরে নাটোরের এস.পি মোঃ তারিকুল ইসলাম ও ওসি মোঃ গোলাম সারওয়ার হোসেনও পরিদর্শন করেন। বক্তারা পূজার সার্বিক ব্যব¯’াপনায় সন্তোষ প্রকাশ করেন। বৃহস্পতিবারে পূজার বিজয় দশমী অনুষ্ঠিত হবে।
বড়াইগ্রাম, প্রতিনিধি
মো. আলমগীর কবিরাজ