ময়না তদন্ত ঠেকাতে লাশ নিয়ে লালপুরে সড়ক অবরোধ

সংবাদদাতা//
নাটোরের লালপুর উপজেলার রসুলপুর আশ্রয়ন প্রকল্পের পাশের পুকুর থেকে উদ্ধারকৃত আব্দুল হান্নানের (৫৫) লাশের ময়না তদন্ত না করার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ করে এলাকাবাসী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালপুর-বাঘা সড়কে মাধবপুর মোড়ে প্রায় ৪০ মিনিট ধরে মৃত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখলে অবশেষে পুলিশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল হান্নান আশ্রয়ন প্রকল্পের পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান। শনিবার সকাল ১০ টার দিকে পুকুরে মাছ ধরা জাল টেনে তার লাশ পাওয়া যায়। লাশ নিয়ে সড়ক অবরোধ করে পুলিশের সাথে অনেক দেন দরবার করে অবশেষে লাশের ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
স্বজনদের দাবি ছিল ‘আব্দুল হান্নান পানিতে ডুবে মারা গেছে। তার কোন শত্রু ছিল না। আমরা তার মরদেহ কাটা ছেড়া করতে দেব না।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিভাবে বা কি কারণে আব্দুল হান্নান এর মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে লাশের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।