নিজেস্ব প্রতিবেদক
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২০তম শৃঙ্খলা কমিটির সভা গত মঙ্গলবার সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ১৯তম শৃঙ্খলা কমিটির কার্যবিবরণী, অভিযোগ কমিটির প্রতিবেদন পর্যালোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের ইসিএসএমই-এর ডেপুটি কমান্ড্যান্ট, কর্ণেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ নুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ইইই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ রুবেল বাসার, প্রক্টর ও সদস্য সচিব সিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:) প্রমূখ।
বড়া্মইগ্রাম, প্রতি:
. আলমগীর কবিরাজ