নিজেস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে দ্বারীখৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নজরুল ইসলামের ৩২ বছরের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাবেদ আক্তার, মো. গোফরান হালিম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শওকত আলম রতন, সোনালী খানম, তামান্না আলম, রেহেনা পারভীন, প্রধান শিক্ষক আজাহার আলী, আবু শামা, শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি আলফুর রহমান, সেক্রেটারী সেলিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তৃতাকালে বিদায়ী প্রধান শিক্ষক নজরুল ইসলাম আবেগ আল্পুত হয়ে পড়েন।
বড়াইগ্রাম, প্রতিনিধি
মো: আলমগীর