বড়াইগ্রামে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরে বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলায় বিরাজমান আইন শৃঙ্খলার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আক্তার, উপজেলা গ্রাম আদালত বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা মার্ডী, বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন,বনপাড়া ডিগ্রি কলেজের (অব.) সহযোগী অধ্যাপক আবুল খায়ের, বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের (ভার.) প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা,বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান প্রমুখ।
মো. আলমগীর কবিরাজ
বড়াইগ্রাম প্রতিনিধি