বড়াইগ্রামে অগ্নিকান্ডে ৪টি ছাগলসহ দু’টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি ছাগলসহ দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে । ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।
স্থানীয়রা জানান, উপজেলার ভরতপুর গ্রামের নবকুমার ও সুকুমার নামের দুই ভাইয়ের বাড়িতে রাত্রিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন দুই পরিবারের শয়ন ঘর, গোয়ালঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে বাড়ির আসবাবপত্র, শাড়ি-জামাকাপড়, নগদ অর্থ, রসুন, পাটসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনে পুড়ে তাদের ৪টি ছাগলও পুড়ে মারা যায় ।
অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম প্রতিনিধি
মো: আলমগীর কবিরাজ