বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত

 

নিজেস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শনিবার ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মুহিদুল ইসলামের সঞ্চালনায় এবং বনপাড়া ইসলামিক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা চত্বরে অধ্যক্ষ মাওলানা মো. মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল মজিদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ধানাইদহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ (অব.) মাওলানা মো. হেদায়েত উল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে বনপড়া ডিগ্রি কলেজের অধ্যাপক শফিউল্লাহ আনসারী, বাউয়েট এর একাডেমিক রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলিম, বনপড়া পৌর বিএনপি’র আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির মো. মকবুল হোসেন প্রামানিক বক্তব্য রাখেন প্রমুখ। নবী হযরত মোহাম্মদ (দঃ) এর জীবনালোকপাত করে রচনা, আবৃত্তি, হাম্দ-নাথ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মো. আলমগীর কবিরাজ
বড়াইগ্রাম,প্রতিনিধি