নিজেস্ব প্রতিবেদক
বাগডোব – জোনাইল সড়কে মোটর সাইকেল ছিনতাই হয়। গত কাল সন্ধা আনুমানিক ৮.৪৫মি: পিওভাগ গ্রামের মো: আব্দুল কুদ্দস প্রাং ছেলে মো: জয় বাড়ি ফেরার পথে আদগ্রাম নামক ¯’ানে আসলে ৪ জন ছিনতাইকারি জয়কে গতি রোধ সাথে থাকা পালসার ১৫০ সিসির গাড়ী ছিনতাই করে এবং দেশী আগ্নেযাস্ত্র ভয়ভিত্তি, দুই রাউন্ড ফাঁকা গুলি করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়। জয়ে হাতে থাকা মোবাইল ফোনে জোনাইল বাজারে বন্ধুদের নিকট যানায়।
ছিনতাইকৃত মোটর সাইকেলটি উপ¯ি’ত বন্ধুরা জয়ে পালসার ১৫০ সিসির গাড়ীটি। ঈশ^দী উপজেলার মুন্নার মোড় দাশুড়িয়ার মুজিবুর রহমানে ছেলে তোওশিক(১৬)কে ছিনতাইকৃত মোটর সাইকেল সহ জোনাইল বাজারে আটক করে। তোওশিকের শিকার উক্তিতে যানাযায় তার সঙ্গে থাকা অপর ৩ জন একই এলাকার জিসান,সুমন,নাইম ছিনতাই করে পালিয়ে যায়।
জোনাইল বাজরে মো: আরিফ যানায় যে, তৌশিকে ছিনতাইকৃত মোটর সাইকেল সহ আটক করে। বড়াইগ্রাম থানা পুলিশর নিকট দেওয়া হয়।বড়াইগ্রাম প্রতিনিধি