বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবলু গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলুকে (50) গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাবলু উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত খবির উদ্দিন সোনারের পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন জানান, রাজনৈতিক মামলায় মোয়াজ্জেম হোসেন বাবলুকে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকাল দশটার দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়হান সরকার
প্রতিনিধি,বড়াইগ্রাম