নিজস্ব প্রতিবেদক
বিএনপি ঘোষিত উন্নয়নের রুপকল্প ৩১ দফা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঢাকার উত্তরায় নাটোর টাওয়ারে বিএনপি নেতা আবুল কাশেমের ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার ত্রিশ জন প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করেন। মো. আলফুর রহমানের সভাপতিত্বে ও সেলিম হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও নাটোর জেলা বিএনপির সদস্য মো. আবুল কাশেম। তিনি বলেন, এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে বিএনপি ঘোষিত ৩১ দফার বিষয় সকলকে অবগত করতে হবে। সময় ও যুগের চাহিদা মেটাতে জনগণকে ৩১ দফা সম্পর্কে উদ্ধুদ্ধ করতে হবে। শিক্ষকগণ যেহেতু গ্রামীণ পর্যায়ে কাজ করে থাকে, সেহেতু তাদের ভূমিকা অপরিসীম। সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম, এস.এম সুমন, রাশেদুল ইসলাম, রুহুল আমিন, কহিরুল ইসলাম, আবু জাফর প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার