বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ চত্বরে আলোচনা, দোয়া ও মিলাদমাহফিলের আয়োজন করা হয়।
সেখানে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়া বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. আব্দুল কাদেরের সভাপতিত্বে বনপাড়া পৌরগেট চত্বরে গণসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা অধ্যাপক এস. এম লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম,ইকবাল হোসেন রাজু এবং জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর
রহমানের সভাপতিত্বে সমাবেশে বনপাড়া খাদ্য গোডাউনের সামনে বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে নাটোর-৪ সংসদীয় আসনের পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবু বকর সিদ্দিক, জামায়াত নেতা জিয়াউর রহমান জুয়েল প্রমুখ। সভার আগে উভয় দলই ভিন্ন-ভিন্ন সময়ে বনপাড়া পৌরশহরে গণমিছিল বের করে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার